ভ্রমণ পিপাসুদের টিম ট্রাভেল ক্রো উদ্যোগ বাঁশখালীর নাপোড়া শামসিয়া ঘোনা এলাকার পাহাড়ে শনিবার (২৩মে) ট্রাভেল ক্রো টিমের ২৪জনের খাবার আয়োজন এবংপ্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে সম্পন্ন হয়।
ট্রাভেল ক্রো টিমের এডমিন শওকত ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন তরুণ সংগঠক শেখ সিরাজুদ্দৌলা, মাহমুদুল হাসান, শামিম উল্লাহ আদিল, রিয়াজ উদ্দিন বাঙালি, মোঃ আমিন, রিপন, রমিজ উদ্দিন প্রমুখ।
এডমিন ফরহাদুল ইসলাম ট্রাভেল ক্রো সম্পর্কে বলেন- Crew শব্দের অর্থ দল, মানে হচ্ছে দলবল নিয়ে বেশি বেশি ঘুরার ফন্দি। পাহাড়ে পর্বতে, ভ্রমণ, ট্রেকিং, হাইকিং, সাইক্লিং বা কেভিং কোন কিছুই বাদ পড়বে না আমাদের দল থেকে।
আমাদের সাথে এমন অসাধারন অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের দলে আমন্ত্রণ রইল।
আমাদেরও কিছু দায়িত্ব আছে প্রকৃতির প্রতি, ভ্রমণ এলাকা আর সেই এলাকার মানুষগুলোর প্রতি।
এডমিন শওকতুল ইসলাম বলেন- Travel Crew হলো এমন একটি মাধ্যম/ প্লাটর্ফম যা দ্বারা সকলে দায়িত্বশীল ভ্রমনের সুন্দর পরিবেশ/ সুব্যবস্হা নিশ্চিত করা হবে।
শেখ সিরাজুদ্দৌলা বলেন- কথা একটাই, ঘুরবো, ফিরব, অনেক বেশি আনন্দ করবো কিন্তু পরিবেশ ও জীববৈচিত্র নষ্ট করব না।
এই পোর্টালটি © ২০২১ প্রিয় বার্তাদেশ কতৃক সংরক্ষিত ।