কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) বিকালে পেকুয়া উপজেলার টইটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকালে টানটান উত্তেজনার মধ্যদিয়ে চলা খেলায় বাকলিয়া ক্রীড়া সংস্থাকে ২-০ গোলে হারিয়ে প্রতিপক্ষ আনোয়ারা ফুটবল উন্নয়ন সমিতি সেমিফাইনাল নিশ্চিত করেন।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোঃ জাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাষ্টার রহমতুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টইটং ইউপির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদের সুযোগ্য সন্তান মোঃ রিয়াজ উদ্দিন, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়ার কোনাখালির ইউপির চেয়ারম্যান মোঃ দিদারুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ জামাল, টইটং ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়াবিদ কবির আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, টইটং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজ্বী শাহাব উদ্দিন, সচিব আব্দুল আলিম, সাবেক এম ইউপি মোঃ ফয়সাল, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু আহমদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অর্থসম্পদক মোঃ কামাল হোছাইন, মিডিয়া স্পন্সর মোঃ নুরুল আমিন, সদস্য মোঃ শোয়াইব, মোঃ সরওয়ার আলম, আমিনুল হকসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ।
খেলা শেষে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “আগামী (৪ ফেব্রুয়ারী ) দেশি-বিদেশি নামি-দামি খেলোয়াড়দের নিয়ে একই মাঠে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল খেলা। বল নিয়ে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল বিজয় দুই শক্তিশালী দল, আনোয়ারার বোয়ালিয়া বঙ্গবন্ধু ফুটবল একাদশ বনাম পেকুয়া উপজেলা ফুটবল একাডেমী। সবাইকে সেমিফাইনাল খেলাটি দেখার আমন্ত্রণ রইল”।
এই পোর্টালটি © ২০২১ প্রিয় বার্তাদেশ কতৃক সংরক্ষিত ।