গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টার চালু রাখায় উচ্ছাস কোচিং’ সেন্টার পরিচালক হাফিজুর রহমান হাফিজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টার পশু হাসপাতাল(শ্রীমন্ত পুর)এলাকায় অভিযান চালিয়ে ১৮৬০ সালের ১৮৮ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম বলেন, করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু প্রতিষ্ঠানটি সরকারের এই নির্দেশনা না মেনে কোচিং সেন্টারে ক্লাস চালু রাখা হয়েছে। এ কারণে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
এই পোর্টালটি © ২০২১ প্রিয় বার্তাদেশ কতৃক সংরক্ষিত ।